নিউজ একুশে ডেস্ক: ২৭ জুন আন্তর্জাতিক এমএসএমই দিবস। এবারের প্রতিপাদ্য বিষয় “মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পৃষ্ঠপোষকতা করে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত সমৃদ্ধ দেশ গঠনে অবদান রাখুন।”
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালিত হচ্ছে।
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতি গতিশীল রাখতে ও কর্মসংস্থানের ক্ষেত্রে অতিক্ষুদ্র (মাইক্রো), ক্ষুদ্র (স্মল) ও মাঝারি (মিডিয়াম) উদ্যোক্তাদের (এমএসএমই) ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজিস) অজর্নের শর্তগুলোর মধ্যে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বিষয়টিও রয়েছে। এমএসএম উদ্যোক্তাদের স্বীকৃতি দেয়ার লক্ষ্যে প্রতি বছরের ২৭ জুন আন্তর্জাতিক এমএসএমই দিবস পালন করার জন্য জাতিসংঘের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০১৭ সালের এপ্রিল মাসে জাতিসংঘ সাধারণ অধিবেশনে এ প্রস্তাব গৃহীত হয়। পরের বছর থেকে আন্তর্জাতিকভাবে এ দিবস পালিত হয়ে আসছে।