অনলাইন ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জে চারটি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ভেজালবিরোধী অভিযান চালায় র্যাব।
র্যাব সূত্র জানায়, কিছু ব্যবসা প্রতিষ্ঠান ভেজাল পণ্য তৈরি করে বাজারে ছড়িয়ে দিচ্ছে এবং কিছু রেস্টুরেন্ট অস্বাস্থ্যকর পরিবেশে খাবার ফ্রিজিং ও পরিবেশন করছে, যা সাধারণ মানুষকে স্বাস্থ্যঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছে। গোয়েন্দা নজরদারী চালিয়ে এ তথ্যের সত্যতা পাওয়া যায়। এরই পরিপ্রেক্ষিতে র্যাব-১৪, সিপিসি-২ অভিযান চালায়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসানের সহায়তায় অভিযানটি পরিচালিত হয় বলে র্যাব জানায়।
অভিযানে ভেজাল মসলা উৎপাদনের দাযে গ্রাম বাংলা মসলা মিলকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ১ হাজার ৫৮০ কেজি ভেজাল মসলা, ১০০ কেজি ইন্ডাস্ট্রিয়াল কালার, ৮০ কেজি কাঠের গুড়া, ৩৫০ কেজি পঁচা মরিচ জব্দ করে ধ্বংস করা হয়।
এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার ফ্রিজিং ও পরিবেশনের দায়ে শহরের তিনটি রেস্টুরেন্টকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এরমধ্যে তাজ রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা, পানসী রেস্টুরেন্টকে ৩৫ হাজার টাকা ও স্টার ওয়ান রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাবের কোম্পানী কমান্ডার লেফটেনেন্ট কমান্ডার বিএন এম. শোভন খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে গ্রাম বাংলা মসলা মিলের মালিক দীর্ঘদিন যাবত ভেজাল মসলা উৎপাদন করে আসছিলেন বলে স্বীকার করেছেন। ভেজালচক্রের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।