ঢাকাFriday , 24 September 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

হোসেনপুরে জনপ্রিয় হচ্ছে পারিবারিক পুষ্টি বাগান

প্রতিবেদক
-
September 24, 2021 2:49 pm
Link Copied!

হোসেনপুর( কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে জনপ্রিয় হচ্ছে পারিবারিক পুষ্টি বাগান।

স্থানীয় ভাবে পরিবারের পুষ্টির যোগান দিচ্ছে এসব বাগানের টাটকা সবজি। অনাবাদি পতিত জমি, বসত বাড়ির আঙ্গিনা খোলা জায়গায় কৃষকরা স্বাচ্ছন্দ্যে পুষ্টি বাগান করছেন।

কেউ কেউ পরিবারের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রিও করছেন। উপজেলার ডাহরা গ্রামের কৃষক আব্দুল মালেক জানান, তার বসত বাড়িতে সবজি চাষ করে পরিবারের পুষ্টির চাহিদা মিটিয়েও আর্থিকভাবে লাভবান হচ্ছেন।

পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের জগদল ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা সুদাসিল হায়দার আলমগীর জানান, উপজেলার ১২ টি পারিবারিক পুষ্টি বাগান সার্বক্ষণিক তদারকি করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরুল কায়েস জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে, এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। সে মোতাবেক আমরা পারিবারিক সবজি ও পুষ্টির চাহিদা মেটাতে কৃষকদের বসত বাড়ির আঙিনায়, অনাবাদি ও পতিত জমিতে প্রকল্পের সহযোগিতায় ও উদ্বুদ্ধকরণের মাধ্যমে সবজি চাষের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। পারিবারিক পুষ্টিবাগান ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে বলে তিনি জানান।

আপনার মন্তব্য করুন