ঢাকাসোমবার , ৩ জানুয়ারি ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

সিঙ্গাপুরে নতুন বছরকে স্বাগত জানিয়ে প্রবাসীদের নানা আয়োজন

প্রতিবেদক
-
জানুয়ারি ৩, ২০২২ ৪:০৮ অপরাহ্ণ
Link Copied!

সিংগাপুর থেকে ইয়াছিন আরাফাত: সিঙ্গাপুরে নানা আয়োজনে ইংরেজি নতুন বছরকে স্বাগত জানিয়েছে প্রবাসীরা। বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসীরা  আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে উদযাপন করে নববর্ষ।

এ উপলক্ষে সিঙ্গাপুরের পেনজুরু ওয়াক ক্যাসিয়া এর  মাইগ্রেন্ট ওয়ার্কার্স রিক্রিয়েশন সেন্টারে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। এতে সিঙ্গাপুরিয়ান ও বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসীরা সঙ্গীতসহ নানা আয়োজনে মাতিয়ে রাখেন দর্শক শ্রোতাদের।

আগে থেকেই এক্সিট পাস  নিয়ে  অনুষ্ঠানের টোকেন সংগ্রহ করেন তারা।  আইন  শৃঙ্খলা বজায় রাখার জন্য ৩৫ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন অনুষ্ঠান  শুরু হয়  বিকাল ৫ টায়। আর শেষ হয় রাত সোয়া ৯ টায় সিঙ্গাপুর পুলিশ অনুষ্ঠানস্থল পরিদর্শন করে। পাশাপাশি সিঙ্গাপুর কমিউনিটি পুলিশ   কেপেল হাউজে সিকিউরিটি দায়িত্ব পালন করে  করোনায় স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে আসন বিন্যাস করা হয়

প্রবাসী বাংলাদেশিরা দেশের গান ও নৃত্য পরিবেশন করেনঅনুষ্ঠানে বাংলাদেশি ছাড়াও সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ফিলিপাইন মালয়েশিয়ান সাংস্কৃতিক দল অংশগ্রহণ করে  অনুষ্ঠানে সহায়তাকারী সামা সামা সংগঠনের প্রতিষ্ঠাতা কার থাম্মা বলেন, তাদের সংগঠন সিঙ্গাপুরে প্রবাসীদের কাজের  ক্ষেত্রে  কোন  ধরণের সমস্যা হলে তারা প্রবাসীদেরকে সহযোগিতা করে  থাকেনডি এক্স এইচ পি এল আর টি  আই এস নামক আরেকটি সংস্থার প্রধান ওয়াই সিং গিটা বলেন, তাদের কাজ হলো সিঙ্গাপুরে  কাজের ক্ষেত্রে কেউ কোন ধরণের  আঘাতপ্রাপ্ত  হলে তারা প্রবাসীদেরকে সহায়তা করে  থাকেন  প্রবাসী ইন্দোনেশিয়দেরও ডমেস্টিক ওয়ার্কার অর্গানাইজেশন রয়েছে এ সংগঠনের মেয়েরা অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে।  বাংলা গানের তালে তালে নৃত্য  পরিবেশন করেন স্টিপইয়াই, ইনি কুশরিনি, ডিওই নুর ফাতেখা, চিতরাওয়াতিও মারহেদা বুলাসিংগাপুরে আরেকটি  সাংস্কৃতিক সংগঠন সি ওয়াই ব্লাজ। এ সংগঠনের  ছিররা টাপো, ইইয়া, জেনি হি কারীদ, শাররুন ডোনেসা রিজিমাইজারস গান নৃত্য পরিবেশন করেন ইন্দোনেশিয়ার আরেক মেয়ে বিবিদিনাইয়া বাংলা ভাষায় গান গেয়ে অনুষ্ঠান মাতালেন। তিনি “সোনারও পালঙ্কের ঘরে” মনপুরা ছবির এই  গানটি পরিবেশন করে হলভর্তি দর্শক শ্রোতাদের মাতিয়ে রাখেন। মায়ানমারের  লোকজনওে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন

প্রবাসী বাংলাদেশি রাহাদের নেতৃত্বে গান পরিবেশন করেন সোহেল সাব্বির ফরহাদঅনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশি শরীফুল ইসলাম শরীফ

শরীফ বলেন, করোনার কারণে প্রবাসীরা দীর্ঘদিন ধরে ডরমেটরিতে অবস্থান করেছিল। নববর্ষ উপলক্ষে প্রবাসী বাংলাদেশীরা একসাথে নতুন বছরকে স্বাগত জানিয়ে  আনন্দ উপভোগ করি এবং একে অপরের প্রতি সহানুভূতি দেখাই

সিঙ্গাপুরের আইন শৃঙ্খলা মেনেই অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

আপনার মন্তব্য করুন