ঢাকাশুক্রবার , ৭ জানুয়ারি ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে শুরু হলো তিনদিনব্যাপী যাত্রা উৎসব

প্রতিবেদক
-
জানুয়ারি ৭, ২০২২ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: “মানবতার অবক্ষয়, নৈতিক স্খলন রোধে সংস্কৃতির গর্জন” স্লোগানকে ধারণ করে কিশোরগঞ্জে শুরু হয়েছে তিনদিনব্যাপী যাত্রা উৎসব।
কিশোরগঞ্জ জেলা যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ এ উৎসবের আয়োজন করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে উৎসবের উদ্বোধন করেন জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন। উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম এ আফজল। যাত্রাশিল্পের অতীত ইতিহাস ও বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করেন লেখক, ছড়াকার ও গবেষক জাহাঙ্গীর আলম জাহান। সভাপতিত্ব করেন জেলা যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের সভাপতি যাত্রাশিল্পী মোনায়েম হোসেন রতন।

প্রথম রজনিতে মঞ্চে পরিবেশিত হয় মঞ্জিল ব্যানার্জী রচিত সামাজিক যাত্রাপালা ‘অন্ধ গলির বন্দি পাখি।’ পালাটি পরিচালনা করেন মাসুদুর রহমান মাসুদ।
শুক্রবার রাত ৮ টায় মহাদেব হালদার রচিত এবং এম এ সাত্তার পরিচালিত যাত্রাপালা ‘পরিণতি’ এবং শনিবার সমাপনী রাতে মঞ্চস্থ হবে লোক পালা ‘রূপবান’। নরসুন্দা যাত্রা ইউনিটের পরিবেশনায় পালাটি তত্ত্বাবধান করেছেন যাত্রাশিল্পী হাফিজুল ইসলাম তুহিন।

তিনদিনের যাত্রা উৎসবকে কেন্দ্র করে আয়োজক সংগঠন তাদের বিগত দিনের বিভিন্ন অর্জন, মঞ্চায়িত যাত্রাপালার বর্ণাঢ্য ছবিসহ বিষয়ভিত্তিক প্রবন্ধ ও সুধীজনদের শুভেচ্ছাবাণী নিয়ে ‘বহমান’ নামের চার রঙের একটি সুদৃশ্য স্মরণিকা প্রকাশ করেছে।

বহুদিন পর যাত্রাশিল্পের ছোঁয়া পেয়ে জেলা শিল্পকলা একাডেমিতে অসংখ্য দর্শক শ্রোতার সমাগম ঘটে।

আপনার মন্তব্য করুন