হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। সংগঠনের সদস্যরা উপজেলার বিভিন্ন সড়কের পাশে বৃক্ষরোপণ করা ছাড়াও আশেপাশের বিভিন্ন এলাকায় বাড়িতে বাড়িতে গিয়ে গাছের চারা বিতরণ করেন।
আজ রবিবার হোসেনপুর বাজারের প্রশিকা অফিসের রাস্তায় ও ব্রহ্মপুত্র নদের তীরে বিভিন্ন প্রকারের গাছের চারা রোপণ করেন তারা।
এই উদ্যোগের উদ্দেশ্য সম্পর্কে সংগঠনের প্রতিষ্ঠাতা হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক আশরাফ আহমেদ জানান, একটি দেশের আয়তন এবং জনসংখ্যা অনুসারে ২৫ শতাংশ বনভূমি থাকার কথা থাকলেও আমাদের দেশে সরকারি হিসেবে এর পরিমাণ সাড়ে ১৭ শতাংশ। যা বেসরকারি হিসেবে ১০ শতাংশেরও কম। ভবিষ্যৎ প্রজন্মের জন্য দিনদিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে পরিবেশ। দেশের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। এছাড়াও ব্যাপকহারে আমরা বৃক্ষ নিধন করছি। এতে আমাদের বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কমে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পাচ্ছে, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ঠেকাতে আমাদেরকে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরুল কায়েস বলেন, আমাদের প্রত্যেকের উচিত বেশি বেশি বৃক্ষরোপণ করা। সরকার এ ব্যাপারে অনেক কর্মসূচি হাতে নিয়েছে। হোসেনপুর উপজেলা ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সকল কাজ সুস্থ সংস্কৃতি রক্ষা ও বিকাশে অনন্য ভূমিকা রাখছে বলে তিনি মন্তব্য করেন।
হোসেনপুর ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ মূলত হোসেনপুরের ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে কাজ করে আসছে। ২০২১ সালে প্রতিষ্ঠার পর থেকে হোসেনপুরের হারিয়ে যাওয়া আঞ্চলিক ভাষা, আগেকার ব্যবহার্য সামগ্রি ও নানান ইতিহাস সংরক্ষণ করে উপজেলাব্যাপী ব্যাপক প্রশংসিত হয়েছে। এছাড়াও তারা হোসেনপুরের ইতিহাস ও সমসাময়িক ঘটনা নিয়ে নিয়মিত ম্যাগাজিন প্রকাশ করছে। তারা এখন পর্যন্ত হারিয়ে যাওয়া প্রায় ১২০টি আঞ্চলিক শব্দ সংরক্ষণ করে তাদের নিজস্ব ম্যাগাজিনে লিপিবদ্ধ করেছে। এর পাশাপাশি বৃক্ষরোপণসহ নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করছে সংগঠনটি।