ঢাকাSunday , 5 September 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কটিয়াদীতে নজরুল স্মরণে আলোচনা ও কবিতা পাঠ

প্রতিবেদক
-
September 5, 2021 12:06 am
Link Copied!

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: সাম্য, প্রেম, মানবতা ও বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম প্রয়াণ দিবস উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদীতে আলোচনা সভা ও কবিতা পাঠের আয়োজন করা হয়। কটিয়াদী সাহিত্য সংসদনজরুল বিশ্বময়’ নামে অনুষ্ঠানটির আয়োজন করে। 

শনিবার সন্ধ্যায় কটিয়াদী পৌর সদরের রিয়াজ ভবনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কটিয়াদী সাহিত্য সংসদের সভাপতি কবি মেরাজ রাহীম। 

সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল আলম নাঈমের সঞ্চালনায় এতে অংশগ্রহণ করেন লোহাজুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আনোয়ার হোসেন, ডা. আব্দুল মান্নান মহিলা কলেজের প্রভাষক কবি দীপা বর্মন, আবৃত্তিকার সাংবাদিক রফিকুল হায়দার টিটু, সুকুমার রায় আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক পীযুষ কান্তি সরকার, কবি সংস্কৃতিকর্মী রাজীব সরকার পলাশ, কবি আমিন সাদি, কবি হাবিব চিশতী প্রমুখ। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন কবি আমিনুল ইসলাম সেলিম। 

এতে নজরুলের জীবন, কর্ম সৃষ্টির নানা দিক নিয়ে আলোচনা করা হয়। 

গেজেট প্রকাশের মাধ্যমে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা দান এবং বিভিন্ন ভাষায় তার লেখা অনুবাদের উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান আলোচকরা। এছাড়া নজরুল চর্চা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন তারা।

আপনার মন্তব্য করুন