সিনিয়র স্টাফ রিপোর্টার সোহেল রানা : ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে গণতান্ত্রিক নির্বাচনী ধারাবাহিকতা রক্ষায় কিশোরগঞ্জ জেলা পুলিশ বদ্ধপরিকর এবং জনগণের শক্তিতেই পুলিশ পরিচালিত হয়। জনগণই হলো পুলিশের শক্তির প্রধান উৎস।
শুক্রবার বিকেলে কিশোরগঞ্জ মডেল থানা প্রাঙ্গণে আয়োজিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) ড. এস এম ফরহাদ হোসেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-কে কেন্দ্র করে স্থানীয় জনগণের বিভিন্ন জিজ্ঞাসার জবাবে পুলিশ সুপার বলেন, গণতান্ত্রিক ক্ষমতায় বিশ্বাসী জনগণকে সঙ্গে নিয়েই নির্বাচনের গতি বেগবান করতে এবং আইন-শৃঙ্খলার সার্বিক সুরক্ষায় পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত সর্বসাধারণের সঙ্গে এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুক্ত আলোচনায় অংশ নেন এসপি। এ সময় তিনি মাদক, চাঁদাবাজি ও দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা ব্যক্ত করেন। পুলিশি হয়রানি রোধ এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কিশোরগঞ্জ পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্থানীয়রা তাদের বিভিন্ন সমস্যার কথা সরাসরি তুলে ধরলে পুলিশ সুপার মনোযোগ সহকারে তা শোনেন এবং দ্রুত প্রতিকারের আশ্বাস দেন।
কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরিফুল হক।
অনুষ্ঠানে কিশোরগঞ্জ মডেল থানা এলাকার সর্বস্তরের নাগরিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। জনগণের সঙ্গে পুলিশের সরাসরি সম্পৃক্ততা বাড়াতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে ওপেন হাউজ ডে বিশেষ ভূমিকা পালন করবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।
