স্টাফ রিপোর্টার: নানা নাটকীয়তা ও অনেক জল্পনা কল্পনার পর অবশেষে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক পদে এক সদস্যের কমিটি মনোনয়ন দেওয়া হয়েছে। কিশোরগঞ্জ-২ (কটিয়াদী, পাকুন্দিয়া) আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট সোহরাব উদ্দিনকে আহ্বায়ক মনোনীত করা হয়েছে ।
বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এক সভায় তাকে এ পদে মনোনয়ন দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট কামরুল আহসান শাহজাহান। সভা শুরুর পর পাকুন্দিয়া উপজেলা কমিটি নিয়ে দীর্ঘ আলোচনা শেষে আহ্বায়ক হিসেবে সোহরাব উদ্দিনের নাম ঘোষণা করা হলে পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যু্গ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেণু এর তীব্র বিরোধিতা করেন। এক পর্যায়ে তিনি সভা থেকে ওয়াক আউট করেন।
এ ব্যাপারে রফিকুল ইসলাম রেণু বলেন, যে সোহরাব উদ্দিন পাকুন্দিয়ায় আওয়ামী লীগের সভায় ১৪৪ ধারা জারি করিয়েছেন, ৭৮ জন নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করিয়েছেন এবং আওয়ামী লীগের সভামঞ্চে আগুন দিয়েছেন, তাকে আহ্বায়ক হিসেবে কোনভাবেই মেনে নেওয়া যায়না। তিনি সোহরাব উদ্দিনের কমিটিতে সদস্যও থাকবেননা বলে জানান।
আহ্বায়ক মনোনীত হওয়ার পর সোহরাব উদ্দিন জানান, আগামী এক সপ্তাহের মধ্যে তিনি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করতে পারবেন।
এর আগে পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিয়নের সম্মেলন করায় কিশোরগঞ্জ-২ আসনের বর্তমান সংসদ সদস্য নূর মোহাম্মদকে সতর্ক করে কেন্দ্রিয় কমিটি। তার সাথে এসব সম্মেলনে উপস্থিত থাকায় জেলা কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আবু নাসের ফারুক সনজু ও সদস্য এডভোকেট শহীদুল ইসলাম হুমায়ুনকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়।
তবে এ সভায় তাদের অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম.এ আফজল বিষয়টি নিশ্চিত করেছেন।
সভায় কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর, নিকলী) আসনের সংসদ সদস্য আফজাল হোসেন ও কিশোরগঞ্জ-২ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিকসহ কার্যনির্বাহী কমিটির ৭১ সদস্যের মধ্যে ৪৯ জন সদস্য উপস্থিত ছিলেন বলে জানা গেছে। ৭১ সদস্যের মধ্যে ৫জন মৃত।
সভা পরিচালনা করেন দলের সাধারণ সম্পাদক এডভোকেট এম. এ আফজল।
উল্লেখ্য, ২০১৯ সালে এডভোকেট এ.এফ.এম ওবায়দুল্লাহকে আহ্বায়ক এবং রফিকুল ইসলাম রেণু, এ. বি. এম আশরাফ আলী (মৃত), মোতায়েম হোসেন স্বপন ও হবি উল্লাহকে (মৃত) যুগ্ম আহ্বায়ক করে পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। গত বছরের ২০ সেপ্টেম্বর আহ্বায়ক ওবায়দুল্লাহ পদত্যাগ করায় পাকুন্দিয়ার কমিটি বিলুপ্ত করা হয়।