সিনিয়র স্টাফ রিপোর্টার সোহেল রানা: কিশোরগঞ্জের নিকলীতে ইয়াবা ও চাইনিজ কুড়ালসহ এক ব্যক্তিকে আটক করেছে যৌথবাহিনী।
বুধবার (২৮ জানুয়ারি) ভোরে গুরুই ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
মহিনুর ইসলাম (৪২) গুরুই গ্রামের মৃত সুনামউদ্দিনের পুত্র। তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা, একটি চাইনিজ কুড়াল ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তিনি দেশীয় অস্ত্র ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছিলেন বলে সেনাক্যাম্প সূত্র জানিয়েছে।
পরে তাকে নিকলী থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে নিকলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আপনার মন্তব্য করুন
