নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জে আন্ত:নগর ট্রেনের ৬৭ টিকিটসহ সাবু মিয়া (৬৬) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কিশোরগঞ্জ শহরের পূর্ব তারাপাশা এলাকায় অভিযানটি চালায় র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।
র্যাব সূত্র জানায়, একটি কালোবাজারিচক্র ট্রেনের টিকিট অনলাইন ও কাউন্টার থেকে অগ্রিম ক্রয় করে মজুদ করে রাখে। পরে বেশি দামে সাধারণ যাত্রীদের কাছে বিক্রি করে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সেটা জানতে পেরে গোয়েন্দা নজরদারি চালায়। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে রেলস্টেশন সংলগ্ন পূর্ব তারাপাশা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন তারিখের কিশোরগঞ্জ টু ঢাকাগামী আন্ত:নগর ট্রেনের ৬৭ আসনের অগ্রিম টিকিটসহ সাবু মিয়াকে গ্রেফতার করে র্যাব। তিনি পূর্ব তারাপাশা এলাকার মৃত হাসু মিয়ার ছেলে।
র্যাবের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ট্রেনের টিকিট কালোবাজারির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।