ঢাকাSaturday , 10 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কটিয়াদীতে ছেলের হাতে বাবা খুনের অভিযোগ

প্রতিবেদক
-
January 10, 2026 5:04 pm
Link Copied!

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা খুনের অভিযোগ পাওয়া গেছে। 

ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সাড়ে দশটার দিকে চান্দপুর ইউনিয়নের পশ্চিম মণ্ডলভোগ গ্রামে।

নিহত বজলুর রহমান (৬৫) পশ্চিম মণ্ডলভোগ গ্রামের মৃত সাহেব আলীর ছেলে। 

ঘটনার পর ছেলে যোবায়ের (২০) পালিয়ে গেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তনের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠিয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিতে পানি সেচের জন্য সেলু মেশিনের তেল কিনতে বজলুর রহমান তার ছেলে অটোরিকশাচালক যোবায়েরের কাছে টাকা চান। জোবায়ের টাকা দিতে না চাইলে ছেলের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ সময় ছেলের মোবাইল ফোন ছিনিয়ে নেন বাবা। পরে ছেলের সঙ্গে বাবার ধস্তাধস্তি হয়। একপর্যায়ে যোবায়ের ধারালো অস্ত্র দিয়ে বাবার বুকে আঘাত করলে বজলুর রহমান মাটিতে লুটিয়ে পড়েন।

তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। 

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মন্তব্য করুন