ঠাকুরগাঁও সংবাদদাতা: ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের অনিয়ম ও দূর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় তিন সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন আধুনিক সদর হাসপাতালের পরিচালক ডা: নাদিরুল আজিজ (চপল)।
শুক্রবার (৯ই জুলাই) দুপুরে ঠাকুরগাঁও সদর থানায় তিন সাংবাদিককে আসামি করে মামলাটি দায়ের করা হয়।
তিন সাংবাদিক হলেন, ইনডিপেনডেন্ট টেলিভিশন ও অনলাইন পোর্টাল জাগোনিউজের ঠাকুরগাঁও প্রতিনিধি তানভির হাসান তানু, অনলাইন পোর্টাল নিউজ বাংলা২৪ ডট কম-এর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি রহিম শুভ, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪ চ্যানেল এর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি আব্দুল লতিফ লিটু।
মামলার পরিপ্রেক্ষিতে শনিবার রাতে তানভীর হাসান তানুকে গ্রেফতার করে ঠাকুরগাঁও থানা পুলিশ।
উল্লেখ্য, গত ৬ ও ৭ জুলাই “ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে করোনা রোগীকে ৩০০ টাকার পরিবর্তে ৭০/৮০ টাকার খাবার দেওয়া হয়” মর্মে সংবাদ প্রকাশ করা হয়। এ সংবাদ প্রচারের পর হাসপাতালের পরিচালক সদর থানায় আইসিটি আইনে মামলাটি দায়ের করেন। মামলা হওয়ার একদিন পর জাগো নিউজের ঠাকুরগাঁও প্রতিনিধি তানভির হাসান তানুকে গ্রেফতার করা হয়।
মামলার বরাতে ওসি তানভিরুল ইসলাম বলেন, সংবাদটি ‘মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট জনরোষ সৃষ্টিকারী মানহানিকর দাবি করে ৯ জুলাই হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ নাদিরুল আজিজ বাদি হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক তানভির হাসান তানু, রহিম শুভ ও আব্দুল লতিফ লিটুর নাম উল্লেখ করে ও অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে সাংবাদিক তানভির হাসান তানুকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়।
এদিকে সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও সাংবাদিক তানভির হাসান তানুকে গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঠাকুরগাঁও প্রেসক্লাব, ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটি, ঠাকুরগাঁও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ ঠাকুরগাঁওয়ের সাংবাদিকরা।
ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী বলেন, করোনা মহামারি মোকাবেলায় অপ্রতুল পদক্ষেপের কথাগুলো যখন সাংবাদিকরা তুলে ধরছে এবং পুনর্গঠনের পথ খুঁজে পেতে আলোচনার সুযোগ করে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, এ সময় গণমাধ্যমের ওপর আঘাত আমাদের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনাকেই বিপন্ন করবে। তিনি মামলা প্রত্যাহার ও তানুর নিঃশর্ত মুক্তির দাবি জানান।
ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমদাদুল ইসলাম ভুট্টু বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে স্বাধীন সাংবাদিকতাকে বাকরুদ্ধ করতে চায় একটি গোষ্ঠী। তাই প্রতিহিংসাপরায়ণ হয়ে ও ব্যক্তিস্বার্থে যারা এ আইনের চরম অপব্যবহার করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।