ঢাকাTuesday , 12 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের পাথর রক্ষায় পরিবেশ উপদেষ্টা ব্যর্থ হয়েছেন : শায়েখে চরমোনাই

প্রতিবেদক
-
August 12, 2025 7:19 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, সিলেটের পাথর একদিনে লুট হয়নি। দিনের পর দিন মাসের পর মাস ধরে লুট করা হয়েছে। এই পাথর রক্ষায় পরিবেশ উপদেষ্টা ব্যর্থ হয়েছেন।

তিনি আজ মঙ্গলবার বিকালে কিশোরগঞ্জ শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখা আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরো বলেন, জুলাই আন্দোলন হয়েছিল কোনো চাঁদাবাজকে ক্ষমতায় নেওয়ার জন্য নয়। অথচ দেশে অবাধে চাঁদাবাজি চলছে। যতক্ষণ ধরা না পরে চাঁদাবাজদেরকে পুরস্কৃত করা হয়। আর ধরা পড়লে করা হয় বহিষ্কার এবং ভাইরাল হলে গ্রেফতার করা হয়।

সংখ্যানুপাত পদ্ধতিতে (পিআর) আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, একমাত্র পিআর পদ্ধতিতে নির্বাচন হলেই সংসদে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত হবে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে।

ইসলামী আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) জি এম রুহুল আমীন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর সাংগঠনিক বিভাগ) মাওলানা আরিফুল ইসলাম ও জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক প্রফেসর মাওলানা আজিজুর রহমান।

জেলার বিভিন্ন স্থান থেকে নেতা কর্মীরা মিছিল সহকারে সমাবেশে অংশ নেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মাওলানা নোমান আহমাদ।

আপনার মন্তব্য করুন