ঢাকাMonday , 11 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

করিমগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত ২০

প্রতিবেদক
-
August 11, 2025 4:22 pm
Link Copied!

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা: চলন্ত গাড়ি থেকে কাদা ছিটে পড়াকে কেন্দ্র করে একই গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে। 

ঘটনাটি ঘটেছে সোমবার সকালে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কিরাটন ইউনিয়নের গৌরারগোপ গ্রামে। 

পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে গৌরারগোপ গ্রামের তাজুল ইসলাম (২৫) নামে এক ব্যক্তি বাড়ি থেকে গাবতলী বাজারের দিকে যাচ্ছিলেন। অপরদিকে বিপরীত দিক থেকে মোটর সাইকেলযোগে যাচ্ছিলেন মাসুদ মিয়া নামে আরেক যুবক। মাসুদের চলন্ত মোটর সাইকেল থেকে কাদা ছিটে পড়ে তাজুলের ওপর। সময় তাজুল ধীরে চালাতে বলেন মাসুদকে। এতেই ক্ষিপ্ত হয়ে তাজুলকে মারধর করেন মাসুদ। ঘটনাকে কেন্দ্র আজ সোমবার সকালে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায় উভয়পক্ষ। খবর পেয়ে পুলিশ সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে গেছে। 

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহবুব মুর্শেদ জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য করুন