ঢাকাMonday , 25 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ায় মেশিনে ওড়না পেচিয়ে হাত বিচ্ছিন্ন হয়ে নারী শ্রমিক নিহত

প্রতিবেদক
-
August 25, 2025 4:49 pm
Link Copied!

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি কারখানার মেশিনে ওড়না পেচিয়ে হাত বিচ্ছিন্ন হয়ে সাথী দেবনাথ (৩৫) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। 

সোমবার দুপুরে উপজেলার পোড়াবাড়িয়া জামতলা বাজারে দুর্ঘটনাটি ঘটে। নিহত সাথী দেবনাথ নারান্দী গ্রামের মৃত বলরাম দেবনাথের স্ত্রী। তিনি গত দুই বছর ধরে পোড়াবাড়িয়া জামতলা বাজারে একটি অয়েল মিলে অপারেটর হিসেবে কাজ করছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে কাজ করার একপর্যায়ে মেশিনে ওড়না পেচিয়ে বাম হাত মেশিনের ভেতরে ঢুকে যায় ওই নারীর। পরে মেশিন বন্ধ করে হাত বিচ্ছিন্ন অবস্থায় উদ্ধার করে দ্রুত তাকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মিলের মালিক আবদুর রাজ্জাক ভূঁইয়া রুবেল বলেন, দুই বছর আগে ওই নারীর স্বামী মারা যান। পরে একদিন এসে কাজ চাইলে তাকে অপারেটর হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরিবারটির পাশে থাকার চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি। 

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য করুন