ঢাকাSunday , 31 October 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জ জেলা দাবা লীগের পুরস্কার বিতরণ

প্রতিবেদক
-
October 31, 2021 3:29 pm
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক: দাবা খেলার প্রচার এবং প্রসারের মাধ্যমে দেশে মেধাবী যুব সমাজ গঠন সম্ভব। কিশোরগঞ্জ জেলা দাবা লীগের সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে একথা বলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

রবিবার সাকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামের সভা কক্ষে কিশোরগঞ্জ জেলা দাবা লীগের পুরষ্কার বিতরণ করা হয়।

বিজয়ীদেরকে ট্রফি এবং মেডেল প্রদান করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অনির্বাণ চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী জেলা ক্রীড়া অফিসার আলআমিন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল ইসলাম সরকার।

২৯ অক্টোবর ল এন্ড ট্রাস্টের সৌজন্যে দাবা লীগের আয়োজন করে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা। জেলার ১৫ টি ক্লাবের ৯০ জন প্রতিযোগী অংশ নেন এই আয়োজনে। সুইচ পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়া প্রতিযোগিতায় ১৮ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয় গাইটাল এলাকার স্টারলিট স্পোর্টিং ক্লাব। ১৬ পয়েন্ট নিয়ে রানার্স আপ হয় সুচি সংসদ।

আপনার মন্তব্য করুন