ঢাকাFriday , 16 July 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
-
July 16, 2021 12:25 pm
Link Copied!

অনলাইন মিডিয়া ডেস্ক: ময়মনসিংহের নান্দাইল থেকে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ এর একটি দল। আজ শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে নান্দাইলের চারআনীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চারআনীপাড়া গ্রামে অভিযান চালায় র‌্যাব। এ সময় দুজনকে ১৩ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও দুটি মোবাইল সেটসহ গ্রেফতার করা হয়। তারা হলেন কিশোরগঞ্জের ভৈরবের আগানগর ইউনিয়নের শান্তিনগর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মনির হোসেন (২৮) ও ভৈরব পৌরসভার কালিপুর এলাকার মাসুদ মিয়ার ছেলে রোহান (২২)।

র‌্যাবের কোম্পানী কমান্ডার লেফটেনেন্ট কমান্ডার বিএন এম. শোভন খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত মাদকের ব্যবসা করে আসছে বলে স্বীকার করেছে।

এ ব্যাপারে নান্দাইল থানায় মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

আপনার মন্তব্য করুন