ঢাকাTuesday , 31 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে ক্রীড়াসামগ্রী বিতরণ

প্রতিবেদক
-
December 31, 2024 10:54 pm
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক:এসো দেশ বদলাই, পৃথিবী বদলাইএই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহ জেলায় ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়াসামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মুফিদুল আলম।

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহ জেলায় ক্রীড়াঙ্গনের নানা আয়োজনের প্রস্তুতি নেয়া হয়। ১৯ ফেব্রুয়ারি ২০২৫ এর আগে ক্রিকেট, ফুটবল, কাবাডি, ভলিবল, ব্যাডমিন্টন, সাঁতার, এ্যাথলেটিক্স প্রতিযোগিতা ছাড়াও বিভিন্ন গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে। জেলা পর্যায়ের পাশাপাশি ময়মনসিংহ জেলার প্রতিটি উপজেলাতেও নানা প্রতিযোগিতার আয়োজন করা হবে।

তৃণমূলের স্কুল, প্রতিষ্ঠান ক্লাবগুলোকে উদ্বুদ্ধ করতে উপজেলা পর্যায়ে ক্রীড়াসামগ্রী বিতরণের উদ্যোগ নেয় ময়মনসিংহ জেলা প্রশাসন জেলা ক্রীড়া অফিস।

ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন জানান, ক্রীড়া পরিদপ্তর থেকে প্রতি বছর দেশব্যাপী বিনামূল্যে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়। চলতি বছর এই উদ্যোগকে আরো বেগবান করতে এবং তৃণমূল পর্যায়ে ক্রীড়াসামগ্রী পৌঁছাতে জেলা প্রশাসক বরাবর বরাদ্দ দেওয়া হয়।

তারুণ্যের উৎসবকে উদযাপন করতে ময়মনসিংহ জেলার  বরাদ্দের প্রায় ৪০ শতাংশ মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বরাবর  দেয়া হয়। এতে করে প্রতিটি উপজেলায় ক্রীড়াসামগ্রী পৌঁছানো এবং তৃণমূলের ক্লাব/স্কুলগুলো সহজেই এগুলো গ্রহণের সুযোগ তৈরি হয়েছে। প্রতিষ্ঠানের প্যাডে আবেদনের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসব ক্রীড়াসামগ্রী বিতরণ করবেন।

প্রতিটি উপজেলার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ২৫ টি ফুটবল, ৩ সেট ক্রিকেট সামগ্রী, ভলিবল, ব্যাডমিন্টন, হ্যান্ডবল ও দাবা সেট। এছাড়া জেলা প্রশাসক বরাবর আবেদন করেও বিনামূল্যে ক্রীড়াসামগ্রী পাওয়ার সুযোগ রয়েছে বলে জানান ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার।

আপনার মন্তব্য করুন