বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের বাজিতপুরের সরারচর বাজারে একটি পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডে পেট্রোল পাম্পসহ অন্তত আটটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে চারজন অগ্নিদগ্ধ হয়েছেন। আহতদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে সরারচর বাজারে ঘটনাটি ঘটে।
অগ্নিদগ্ধরা হলেন পাম্পের মালিক মো. রাজিব (৩৫), পাম্পের তিন কর্মচারী মো. রিয়াদ (৪০), মো. হারুন (৪৫) ও মো. রহমত উল্লাহ (৪০)। আহতদের সবার বাড়ি বাজিতপুর উপজেলার সরারচর এলাকায়। আহতদের মধ্যে রাজিব ও রিয়াদের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরারচর বাজারে অবস্থিত একটি পেট্রোল পাম্পে প্রথমে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। এতে পেট্রোল পাম্পসহ আটটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।
বাজিতপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আসাদুজ্জামান জানান, রাতে রাজিব ট্রেডার্স নামের একটি তেলের পাম্পে তেল আনলোডের কাজ চলছিল। এ সময় সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে আগুন আশপাশের আরও আটটি দোকানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকার বেশি হতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিস কর্মকর্তার।
