সিনিয়র স্টাফ রিপোর্টার সোহেল রানা: কিশোরগঞ্জের নিকলীতে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও পুলিশের যৌথ একটি দল।
মঙ্গলবার রাত সোয়া ৮টা থেকে সোয়া ১১ টা পর্যন্ত জারইতলা ইউনিয়নের শাহজাহানপুর এলাকায় অভিযানটি চালায় সেনাবাহিনীর ২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এর মেজর মো. শাহিনুর রহমান ও ক্যাপ্টেন আছিবের নেতৃত্বে।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, অভিযানে দুটি রামদা, তিনটি ডেগার, দুটি চাইনিজ কুড়াল, ২৪ পিস ইয়াবা, সাতটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার তিনজন হলেন জারইতলা ইউনিয়নের শাহজাহানপুর গ্রামের আবু বক্কর হাসুর ছেলে বাদশা মিয়া (৩২) এবং তার দুই সহযোগী একই ইউনিয়নের কামারপুর গ্রামের নয়ন মিয়ার ছেলে মোহিন (২৬) ও শাহজাহানপুর গ্রামের আবু হানিফের ছেলে মাহাবুব (২৮)।
পরে তাদেরকে নিকলী থানায় হস্তান্তর করা হয়।
আপনার মন্তব্য করুন
