সিনিয়র স্টাফ রিপোর্টার সোহেল রানা: দ্রুত বিচার নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও ম্যাজিস্ট্রেসির মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে কিশোরগঞ্জে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি সভা’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে কিশোরগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বিল্লাল হোসাইন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ বিল্লাল হোসাইন মামলা দ্রুত নিষ্পত্তি এবং বিচারপ্রার্থী মানুষের ভোগান্তি লাঘবে পুলিশ ও বিচার বিভাগের মধ্যকার নিবিড় সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ন্যায়বিচার নিশ্চিত করতে তদন্ত প্রতিবেদন দ্রুত জমা দেওয়া এবং সাক্ষীদের উপস্থিতি নিশ্চিত করা জরুরি।
পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন তার বক্তব্যে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন এবং পুলিশি কার্যক্রমে স্বচ্ছতা ও পেশাদারিত্ব বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি পরোয়ানা তামিল, তদন্তের গুণগত মানোন্নয়ন এবং অপরাধ দমনে ম্যাজিস্ট্রেসি ও পুলিশের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো আরও সুসংহত করার আহ্বান জানান।
সভায় জেলা পুলিশের অফিসিয়াল পোর্টাল ও বিচারকগণের সমন্বয়ে মামলাজট নিরসনে বিভিন্ন কৌশলগত দিক নিয়ে আলোচনা করা হয়। এছাড়া মাদক নির্মূল, দ্রুত চার্জশিট দাখিল এবং আদালতের প্রসেসগুলো যথাযথভাবে কার্যকর করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। উপস্থিত কর্মকর্তারা একটি সুশৃঙ্খল ও বিচারবান্ধব জেলা গড়তে একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
কিশোরগঞ্জ জেলা আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেটগণ, অতিরিক্ত পুলিশ সুপারগণ, জেলার সকল সার্কেল অফিসার এবং সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) সভায় উপস্থিত ছিলেন।
