তাড়াইল (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের তাড়াইলে দুটি দেশিয় পাইপগান, দুই রাউন্ড গুলি ও ২১ টি ধারালো অস্ত্রসহ ফারুক হোসেন (২৬) নামে একজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। শনিবার সকালে অস্ত্রসহ তাকে তাড়াইল থানায় হস্তান্তর করা হয়।
গ্রেফতার ফারুক তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়নের শেরুয়াকান্দা গ্রামের মৃত রাশিদ হোসেনের ছেলে।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন জানান, শুক্রবার দিবাগত রাতে সেনাবাহিনীর করিমগঞ্জ ক্যাম্পের একটি দল তাড়াইলের শেরুয়াকান্দা গ্রামে অভিযান চালিয়ে দুটি পাইপগান, দুটি অকেজো গুলি ও ২১ টি ধারালো অস্ত্রসহ ফারুককে গ্রেফতার করে।
শনিবার সকালে সেনাক্যাম্প থেকে অস্ত্রসহ তাকে তাড়াইল থানায় হস্তান্তর করা হয়।
আপনার মন্তব্য করুন
