ঢাকাSunday , 25 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

নিকলীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

প্রতিবেদক
-
January 25, 2026 4:12 pm
Link Copied!

সিনিয়র স্টাফ রিপোর্টার সোহেল রানা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কিশোরগঞ্জের নিকলীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ETI) উদ্যোগে এবং নিকলী উপজেলা নির্বাচন অফিসের বাস্তবায়নে রবিবার স্থানীয় গোঁড়াচাদ পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রশিক্ষণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আসলাম মোল্লা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ভূমিকা অপরিসীম। নির্বাচনী আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ করে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। তিনি ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতির কথা স্মরণ করিয়ে দিয়ে কর্মকর্তাদের নির্ভয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন নিকলী-বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তৃপ্তি মণ্ডল, নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রেহেনা মজুমদার মুক্তি এবং জেলা ও উপজেলা নির্বাচন অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের ভোটগ্রহণ প্রক্রিয়া ও ব্যালট পেপারের যথাযথ ব্যবহার এবং নির্বাচনী জটিলতা নিরসনে করণীয় সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।

আয়োজক সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্বাচনের দিন সূক্ষ্ম ও নিখুঁতভাবে দায়িত্ব পালনে এই কর্মশালা সহায়ক ভূমিকা পালন করবে।

আপনার মন্তব্য করুন