ঢাকাবুধবার , ২৯ সেপ্টেম্বর ২০২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে দাবা লীগ শুরু

প্রতিবেদক
-
সেপ্টেম্বর ২৯, ২০২১ ১১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক: কিশোরগঞ্জে প্রথমবারের মত শুরু হয়েছে দাবা লীগ। বুধবার সকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে দাবা লীগের উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ (বিপিএম বার), কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম. এ আফজল, স্পন্সর প্রতিষ্ঠান ল এন্ড ট্রাস্টের হেড অব চেম্বার হামিদুল আলম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) অনির্বাণ চৌধুরী, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী, জেলা ক্রীড়া অফিসার আল-আমিন প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও লীগ পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক মো. নাজমুল ইসলাম সরকার। 

ল এন্ড ট্রাস্ট এর সৌজন্যে আয়োজিত এই লীগে কিশোরগঞ্জ জেলার ১৫টি ক্লাব অংশ নিচ্ছে। প্রতিটি দলে ৬ জন করে মোট ৯০ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। প্রতি রাউন্ডে একদলের ৪ জন খেলোয়াড় অংশ নেয়। সুইচ পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়া এই লীগের প্রথম দিনে দুটি রাউন্ড অনুষ্ঠিত হয়। দিন শেষে দুটি করে সিরিজ জিতে শিরোপার লড়াইয়ে এগিয়ে রয়েছে স্টারলিট স্পোর্টিং ক্লাব, তাড়াইল চেজ ক্লাব, সুচি সংসদ এবং পাকুন্দিয়া চেজ ক্লাব।

পাঁচ রাউন্ডের এই লীগ শেষ হবে আগামী ১ অক্টোবর।

আপনার মন্তব্য করুন