ঢাকামঙ্গলবার , ৫ অক্টোবর ২০২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে মাদকবিরোধী ভলিবল ম্যাচ

প্রতিবেদক
-
অক্টোবর ৫, ২০২১ ১০:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক: স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জে মাদকবিরোধী ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মঙ্গলবার বিকালে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে ম্যাচটির আয়োজন করে।

ম্যাচে অংশ নেয় কিশোরগঞ্জ সদর একাদশ ও করিমগঞ্জ উপজেলার নানশ্রী একাদশ। ম্যাচের শুরুটা ভালো হলেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি কিশোরগঞ্জ সদর উপজেলা দল। প্রথমার্ধে ৩০-২৫ পয়েন্টে এগিয়ে যায় নানশ্রী। ৬০ পয়েন্টের জমজমাট ম্যাচে শেষ পর্যন্ত ‍৬০-৫৮ পয়েন্টে জয়লাভ করে নানশ্রী একাদশ।

ম্যাচ শেষে খেলোয়াড়দের মাঝে পুরষ্কার এবং ক্রীড়াসামগ্রী তুলে দেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরে আলম এবং গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ মো: জামালুর রহমান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. রফিকুল ইসলাম। আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।

আপনার মন্তব্য করুন