ঢাকাThursday , 21 October 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

মাদকবিরোধী ফুটবলে আজিমুদ্দিন আলো ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন

প্রতিবেদক
-
October 21, 2021 10:15 pm
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হলো মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ। বৃহস্পতিবার কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টাইব্রেকারে গোলে জয় নিশ্চিত করে আজিমুদ্দিন আলো ফুটবল একাডেমি।

কিশোরগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেয় ভূইয়া ফুটবল একাডেমি এবং আজিমুদ্দিন আলো ফুটবল একাডেমি। নির্ধারিত সময় দুই দল গোলের সুযোগ পেলেও সফল হতে পারেনি। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে। গোলে সমতায় থাকে প্রথম ৫টি শট। শেষ পর্যন্ত সাডেন ডেথ জয় নিশ্চিত করে আজিমুদ্দিন আলো ফুটবল একাডেমি।

ম্যাচ শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন কিশোরগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হোমাম্মদ হাবিবুর রহমান। মাদকের বিরুদ্ধে রুখে দাড়াতে খেলোয়াড় এবং দর্শকদের আহবান জানান তিনি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী, জেলা ক্রীড়া অফিসার আল-আমিন এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম।

আপনার মন্তব্য করুন