ক্রীড়া প্রতিবেদক: কিশোরগঞ্জে আইজিপি কাপ-২০২১ জাতীয় যুব কাবাডি (বালক-বালিকা) অনুর্ধ্ব-১৯ প্রতিযোগিতা শুরু হয়েছে। শুক্রবার বিকালে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, খেলাধুলাকে উৎসাহিত করতে সকলকে এগিয়ে আসতে হবে। তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে পারলে তারা বিপথে যাবেনা। এজন্যে পৃষ্ঠপোষকতাও দিতে হবে।
কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং ইলহাম অটো রাইস মিলস লি. এর সহযোগিতায় জেলার ১৩ টি উপজেলার বালক এবং বালিকা দল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে বালক বিভাগে বাজিতপুর উপজেলাকে ৪৯-২৯ পয়েন্ট হারিয়েছে তাড়াইল উপজেলা দল। এছাড়াও সকালে গ্রুপ পর্বের আরো তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়। করিমগঞ্জ ৪৪-১৭ কুলিয়ারচর, কিশোরগঞ্জ সদর ৫০-১৪ তাড়াইল এবং কিশোরগঞ্জ সদর ৩৩-০৪ কুলিয়ারচর। এদিকে বালিকা বিভাগে কুলিয়ারচর উপজেলাকে ৪৫-১০ পয়েন্টে হারিয়েছে করিমগঞ্জ উপজেলা। আরেক ম্যাচে কুলিয়ারচর উপজেলাকে ৩৬-১২ পয়েন্টে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে কিশোরগঞ্জ সদর উপজেলা।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল ইসলাম সরকার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম. এ আফজল, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পারভেজ মিয়া, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী।
টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৯ নভেম্বর।