অনলাইন ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়া থেকে ৪৬ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-৩ এর একটি দল। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে অভিযানটি পরিচালিত হয়।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ভৈরব ক্যাম্পের একটি দল ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের সুলতানপুর খানপাড়া এলাকার বাবুল মিয়ার বাড়ির সামনে সুলতানপুর টু চকবাজারে যাওয়ার পাকা রাস্তার ওপর অভিযান চালানো হয়। এ সময় মাদক ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়া সদরের পাইকপাড়ার কাইয়ুমের ছেলে রাজন (৩৪), ঘাটিয়ারা ফুলচং গ্রামের মৃত মালাই মিয়ার ছেলে হাকিম মিয়া (৩৮), ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী গ্রামের সিরাজ মিয়ার ছেলে আলমগীর কবির (২৯) ও গৌরিপুর উপজেলার বুকাই নগর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে বাবুল মিয়া (৩০)। তাদের কাছ থেকে ৪৬ কেজি গাঁজা ও একটি সিএনজি অটোরিকশা ও মাদক বিক্রির নগদ তিন হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
র্যাবের কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেতে চোরাচালানের মাধ্যমে মাদকদ্রব্য দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছেন।
তাদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।