অনলাইন ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়া থেকে ২২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব–১৪, সিপিসি–৩ ভৈরব ক্যাম্পের একটি দল। বুধবার রাত সাড়ে ১০ টার দিকে অভিযানটি পরিচালিত হয়।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের খাটিহাতা গ্রামের রশিদ সুপার মার্কেটের সামনে অভিযান চালানো হয়। এ সময় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল গ্রামের মৃত আবু তাহের মেম্বারের ছেলে আল আমিন (৩৪), ব্রাহ্মণবাড়িয়া সদরের কাজীপাড়া গ্রামের এ আই এম ফয়জুল হুদার ছেলে আবেদুর রহমান (৪৩) ও সুহিলপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত রহমান মিয়ার ছেলে স্বপন মিয়াকে (২৩) গ্রেফতার করে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ২২ কেজি ২০০ গ্রাম গাঁজা, একটি মোটর সাইকেল ও মাদক বিক্রির ছয় হাজার টাকা জব্দ করা হয়।
র্যাবের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে মাদক দ্রব্য দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল।
এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন–২০১৮ অনুযায়ী মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।