পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়া থেকে ১২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কায়েস (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ এর একটি দল। কায়েস কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের ডাঙ্গেরগাঁও গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, একটি মাদক ব্যবসায়ীচক্র মাদক দ্রব্য সংগ্রহ করে কিশোরগঞ্জসহ আশেপাশের জেলাগুলোতে বিক্রয় করে আসছে। গোয়েন্দা নজরদারী চালিয়ে এর সত্যতাও পাওয়া যায়। এরই পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার বেলা ১২ টার দিকে পাকুন্দিয়া উপজেলার চর দেওকান্দি গ্রামে অভিযান চালায় র্যাব। এ সময় কায়েসকে ১২৫০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল সেট ও নগদ সাতশ টাকাসহ গ্রেফতার করা হয়।
র্যাবের কোম্পানী কমান্ডার উপ পরিচালক লেফটেনেন্ট কমান্ডার বিএন এম. শোভন খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কায়েস দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে পাকুন্দিয়া থানায় মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।