অনলাইন ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে এক কেজি গাঁজা ও নগদ চার হাজার ৪০০ টাকাসহ নূরুল আমীন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ এর একটি দল। নূরুল আমীন করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের সাঁতারপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
র্যাব সূত্র জানায়, মাদক ব্যবসায়ীচক্র মাদক দ্রব্য সংগ্রহ করে কিশোরগঞ্জসহ আশেপাশের জেলাগুলোতে বিক্রয় করে আসছে। গোয়েন্দা নজরদারী চালিয়ে এর সত্যতা পাওয়া যায়। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার রাত ২ টার দিকে সাঁতারপুর গ্রামে অভিযান চালায় র্যাব। এ সময় নূরুল আমীনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে মাদক বিক্রির নগদ চার হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।
র্যাবের কোম্পানী কমান্ডার উপ পরিচালক লেফটেনেন্ট কমান্ডার বিএন এম. শোভন খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নূরুল আমীন দীর্ঘদিন ধরে মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলেন বলে র্যাবের কাছে স্বীকার করেছেন।
এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।