অনলাইন ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থেকে ৫০ কেজি গাঁজাভর্তি একটি ট্রাকসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব–১৪, সিপিসি–৩ ভৈরব ক্যাম্পের একটি দল। শুক্রবার রাত সোয়া ১টার দিকে আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার প্রায় দুশ গজ পূর্বদিকে ঢাকা–সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের ওপর অভিযান চালায় র্যাব।
র্যাব সূত্রে জানা গেছে, অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তারা হলেন হবিগঞ্জ জেলার রামপুর গ্রামের মৃত নৃপেন্দ্র সূত্রধরের ছেলে আকাশ সূত্রধর (২০) ও চুনারুঘাট উপজেলার পাইকপাড়া গ্রামের আব্দুর রউফের ছেলে রিয়াজ মিয়া (১৯)। এ সময় ট্রাকভর্তি ৫০ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ চার হাজার টাকা জব্দ করা হয়।
র্যাবের কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, প্রাথমিক জিজ্ঞসাবাদে তারা দীর্ঘদিন ধরে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরা চালানের মাধ্যমে মাদক দ্রব্য দেশের অভ্যন্তরে এনে বিক্রি করে আসছে বলে স্বীকার করেছে।
এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।