হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘরে একদল চাঁদাবাজ হামলা চালিয়ে ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ শনিবার রাতে হোসেনপুর থানায় মামলা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জিনারী ইউনিয়নের চরজিনারী এলাকায় নবনির্মিত আশ্রয়ণ প্রকল্পের প্রধানমন্ত্রীর উপহারের ঘরে মিস্ত্রীরা কাজ করার সময় স্থানীয় একদল চাঁদাবাজ গিয়ে চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় শুক্রবার রাতে ধারালো অস্ত্র সস্ত্র নিয়ে হামলা চালায় তারা। একটি ঘরের দরজা ও দুটি জানালা কুপিয়ে কেটে ফেলে। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।
প্রধানমন্ত্রীর উপহারের প্রথম পর্যায়ের ৮টি ও দ্বিতীয় পর্যায়ের ১৭টিসহ মোট ২৫টি ঘর চরজিনারী এলাকায় নির্মাণ করা হয়। নির্মাণ কাজের স্যানিটেশনের কাজ বাকী থাকায় তা চলমান রয়েছে।
হামলার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাবেয়া পারভেজ রাতেই পুলিশসহ ঘটনাস্থল পরিদর্শন করেন।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, শনিবার রাতে পিআইও মো. শাহীন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। দ্রুত আসামীদের গ্রেফতারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।