ঢাকাTuesday , 13 July 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে চাকুসহ এক ছিনতাইকারী গ্রেফতার

প্রতিবেদক
-
July 13, 2021 12:56 am
Link Copied!

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জে চাকুসহ সানি (২১) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ এর একটি দল। সোমবার রাত সাড়ে ৮ টার দিকে কিশোরগঞ্জ পৌর এলাকার মোরগমহাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সানি শহরের পূর্ব তারাপাশা এলাকার মৃত সাজু মিয়ার ছেলে।

র‌্যাব সূত্র জানায়, র‌্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল রাতে টহল ডিউটি করার সময় শহরের বড় বাজার জাহাঙ্গীরের মোড় থেকে নগুয়ার দিকে যাওয়ার পথে মোরগ মহাল এলাকায় যায়। এ সময় একটি ছেলেকে দাঁড়ানো অবস্থায় দেখে সন্দেহ হলে র‌্যাবের গাড়ি থামানো হয়। র‌্যাবের গাড়ি দেখে ছেলেটি দৌড়ে পালানোর চেষ্টা করে। র‌্যাবও তার পিছনে ধাওয়া করে তাকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে একটি চাকু পাওয়া যায়।

 

র‌্যাবের কোম্পানী কমান্ডার লেফটেনেন্ট কমান্ডার বিএন এম. শোভন খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ছিনতাইয়ের উদ্দেশ্যে দাঁড়িয়েছিল এবং দীর্ঘদিন ধরে ছিনতাইয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

আপনার মন্তব্য করুন