নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের নিকলীতে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। নিহত জেসমিন আক্তার (৩২) দামপাড়া ইউনিয়নের সাহেবের হাটি গ্রামের মৃত সাহেব উদ্দিনের মেয়ে।
পুলিশ ও অন্যান্য সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে জেসমিনের বিয়ে হয় কামালপুর গ্রামের জুয়েলের সাথে। তাদের মধ্যে পারিবারিক নানা বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া বিবাদ হত। এর জের ধরে মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টার দিকে স্বামী জুয়েল নিজ ঘরে স্ত্রী জেসমিনকে গলা কেটে হত্যা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর তিনি পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার এবং রাতেই অভিযান চালিয়ে কুর্শা এলাকা থেকে জুয়েলকে আটক করে।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আলম সিদ্দিকী জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক কলহের কারণেই স্বামী জুয়েল স্ত্রী জেসমিনকে গলা কেটে হত্যা করেছেন।
নিহত জেসমিনের মা রুমা আক্তার বাদী হয়ে আজ বুধবার নিকলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।