অনলাইন ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জের ভৈরব থেকে ৭৪০ পিস ইয়াবাসহ নিয়াশা মনি (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ এর একটি দল। নিয়াশা কটিয়াদী উপজেলার জালালপুর ফেকামারা গ্রামের জালাল মিয়ার স্ত্রী।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার দুপুর সোয়া ২টার দিকে ভৈরব দুর্জয় মোড় এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় নিয়াশা মনিকে ৭৪০ পিস ইয়াবাস ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
র্যাবের কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে নিয়াশা হবিগঞ্জের মাধবপুর সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে মাদক দ্রব্য সংগ্রহ করে ইয়াবা ট্যাবলেট দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিক্রি করতেন বলে স্বীকার করেছেন।
আপনার মন্তব্য করুন