কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার চামটাঘাট এলাকা থেকে সাড়ে ২০ কেজি গাঁজা, তিনটি মোবাইল সেট ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ এর একটি দল। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে অভিযানটি পরিচালিত হয়।
র্যাব সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চামটাঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ফয়েজ আহম্মেদ (২৩) ও নাসির (২৫) নামে দুজনকে সাড়ে ২০ কেজি গাঁজা, তিনটি মোবাইল সেট ও মাদক বিক্রির নগদ তিন হাজার ৫০০ টাকাসহ গ্রেফতার করা হয়।
ফয়েজ আহম্মেদ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ময়নাবাদ গ্রামের মুজিবুর রহমানের ছেলে এবং নাসির একই উপজেলার দেওরগাছ গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে।
র্যাবের কোম্পানী কমান্ডার লেফটেনেন্ট কমান্ডার বিএন এম. শোভন খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে করিমগঞ্জ থানায় মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।