নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দিলালপুর উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ উপলক্ষে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শাহ্ মো. দিদারুল ইসলাম (যূননূন)। বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, সহকারী প্রধান শিক্ষক পারভীন আরা বেগম, সিনিয়র শিক্ষক মো. ওমর ফারুক, মো. দাদন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ মাজহারুল আনোয়ার (সুজন), দিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা প্রিয় সহপাঠী ও শিক্ষকদের কাছে দোয়া কামনা করেন। আলোচনা শেষে বিদায়ী শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করা হয়। পরে শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জিয়াউর রহমান।
উল্লেখ্য, আগামী ৩০ এপ্রিল এসএসসি পরীক্ষা শুরু হবে।
