নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা মনোনীত হয়েছেন বিশিষ্ট সমাজ সেবক এ. এফ. এম. ইমদাদ উল্লাহ।
শনিবার কিশোরগঞ্জ ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় সাত সদস্যের উপদেষ্টা কমিটি মনোনীত করা হয়। সমিতির সভাপতি মো. রফিকুজ্জামান খান শওকতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে প্রধান উপদেষ্টা মনোনীত হন এ. এফ. এম. ইমদাদ উল্লাহ।
এ. এফ. এম. ইমদাদ উল্লাহ ব্যবসায়ী সংগঠন ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও সম্পৃক্ত। তিনি কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরির সিনিয়র সহ সাধারণ সম্পাদক, রেড ক্রিসেন্ট সোসাইটি কিশোরগঞ্জ জেলা ইউনিটের কার্যনির্বাহী সদস্য, হয়বতনগর এ. ইউ কামিল মাদ্রাসা এলামনাই এসোসিয়েশনের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক, কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য, কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল রোগী কল্যাণ সমিতির আজীবন সদস্য, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রিজের সাধারণ সদস্য ও কিশোরগঞ্জ শহর সমবায় সমিতি লিমিটেড এর সাধারণ সদস্য।
উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরা হলেন ফজলুল হক ভূঞা, হাফিজুর রহমান রেনু, রেজাউল করিম মাসুম, নিজাম উদ্দিন শাহীন, বাবুল সাহা ও আব্দুল্লাহ আল মোহন।
