সিনিয়র স্টাফ রিপোর্টার সোহেল রানা: কিশোরগঞ্জের নিকলীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ মো. বশির মিয়া (৩৫) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে জারইতলা ইউনিয়নের শাহপুর এলাকায় অভিযানটি চালানো হয়।
গ্রেফতার বশির মিয়া ওই গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে।
সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নিকলী সেনাক্যাম্পের ২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. হেদায়েত উল্লাহর নেতৃত্বে জারইতলা ইউনিয়নে নিয়মিত টহল ও অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে শাহপুর গ্রামে মাদক বিক্রির প্রস্তুতি চলছে বলে জানতে পারে আভিযানিক দলটি। পরে সেখানে অভিযান চালিয়ে বশির মিয়াকে আটক এবং তার স্বীকারোক্তি অনুযায়ী তল্লাশি চালিয়ে ৩৪১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সন্ধ্যায় বশির মিয়াকে নিকলী থানায় হস্তান্তর করা হয়।
নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যৌথ অভিযানে ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
নিকলী সেনাক্যাম্পের ২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের ক্যাপ্টেন আছিব বিশ্বাস জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী বদ্ধপরিকর। তিনি বলেন, মাদক, অস্ত্র ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে।
জননিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর এ ধরণের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
