ঢাকাSunday , 7 May 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

হোসেনপুরে ঈদের জামাতে দুপক্ষের সংঘর্ষে নিহতের ঘটনায় দুজন গ্রেফতার

প্রতিবেদক
-
May 7, 2023 11:36 am
Link Copied!

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে ঈদুল ফিতরের নামাজ আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নজরুল ইসলাম (৪৫) নিহতের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা হোসেনপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান টিটুর নেতৃত্বে পুলিশের একটি দল শনিবার গাজীপুর থেকে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতার দুজন হলেন হোসেনপুর উপজেলার বীরকাটিহারী গ্রামের মৃত কেরামত আলীর ছেলে তাইজ উদ্দিন তাজু (৪৫) ও একই গ্রামের নাজিম উদ্দিনের ছেলে হৃদয় মিয়া (২৫)। শনিবার বিকালে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ জানায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরের দিন সকাল ৭টার দিকে বীরকাটিহারী ঈদগাহে আগে-পরে ঈদের জামাত আদায়কে কেন্দ্র করে একই গোষ্ঠীর দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এ সময় প্রতিপক্ষের ইটপাটকেল নিক্ষেপ ও মারপিটে নজরুল ইসলামসহ অন্তত ২০ জন আহত হন। গুরুতর আহত নজরুল ইসলামকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু জানান, এ ঘটনায় মামলা রুজুর পরই পুলিশ আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করে। এ ঘটনায় ইতোপূর্বে হারুন আর রশিদ নামে আরোও একজনকে গ্রেফতার করা হয়েছিল। এ নিয়ে তিনজনকে গ্রেফতার করা হলো। গ্রেফতারকৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য করুন