নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জের ইটনা উপজেলার চৌগাংগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শামছউদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমদ তৌফিক।
এক শোক বার্তায় তিনি বলেন, মো. শামছউদ্দিন দলের দুঃসময়ে রাজপথে ছিলেন, কখনও আদর্শচ্যুত হননি। মানুষের জন্য নিবেদিতপ্রাণ ছিলেন তিনি। বর্ষীয়ান এই রাজনীতিবিদ ও দক্ষ সংগঠকের মৃত্যুতে চৌগাংগা ইউনিয়ন আওয়ামী লীগে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। তিনি তার আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, বুধবার রাত সোয়া ১ টার দিকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এন্ড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আপনার মন্তব্য করুন