ঢাকাWednesday , 14 June 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

পরীক্ষা দেওয়া হলোনা হাসান-হোসাইনের

প্রতিবেদক
-
June 14, 2023 12:57 pm
Link Copied!

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: পরীক্ষা দিতে যাওয়ার পথে প্রাইভেটকারের ধাক্কায় মোহাম্মদ হোসাইন (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে তার জমজ ভাই মোহাম্মদ হাসান (১৩)।

আজ বুধবার সকাল ১০টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ের সামনে দুর্ঘটনাটি ঘটে।

কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, প্রাইভেটকারটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে।

নিহত মোহাম্মদ হোসাইন ও গুরুতর আহত মোহাম্মদ হাসান পাকুন্দিয়া উপজেলার আদর্শপাড়া গ্রামের সোহেল মিয়ার ছেলে। দুজনই কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।

মা জেসমিন রেজা ও পিতা সোহেল মিয়া জানান, আজ স্কুলে আইসিটি পরীক্ষা ছিল। পরীক্ষা দেওয়ার জন্য সকালে নাস্তা খেয়ে তারা দুজনেই স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হয়ে যায়। মোহাম্মদ হোসাইন শারীরিক প্রতিবন্ধী থাকায় সাইকেল চালাচ্ছিল মোহাম্মদ হাসান। কিছুক্ষণ পরে স্কুল থেকে ফোন আসে তারা দুইজন এক্সিডেন্ট করেছে। এ কথা শুনে আমরা হাসপাতালে ছুটে আসি। এসে দেখি হোসাইন মারা গেছে।

একই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী জোবায়েদ জানান, হাসান ও হোসাইন সাইকেল চালিয়ে বাড়ি থেকে স্কুলের সামনে পৌঁছে গেছে। রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি প্রাইভেটকার এসে তাদের সাইকেলকে ধাক্কা দেয়। এতে সাইকেল থেকে দুজনই সিটকে পড়ে যায়। ঘটনা দেখে আমরা তাদেরকে উদ্ধার করতে এগিয়ে যাই। এ সময় প্রাইভেটকার থামিয়ে চালক পালিয়ে যায়। পরে তাদেরকে সিএনজিচালিত অটোরিকশায় করে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাই।

কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আরএমও ডা. তানজিনা তৈয়ব জানান, আমি ওই পথ দিয়ে হাসপাতালে আসছিলাম। ঘটনা দেখে আমি আমাকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি থামিয়ে তাদের দুইজনকে হাসপাতালে নিয়ে আসি। অবস্থা দেখে মনে হয়েছে ঘটনাস্থলেই হোসাইন মারা গেছে। হাসানের আঘাত গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

আপনার মন্তব্য করুন