নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ জেলা সম্মিলিত সাংবাদিক সমাজের প্রথম সভা শুক্রবার সন্ধ্যায় কিশোরগঞ্জ নিউজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক সাইফুল হক মোল্লা দুলু। সভায় সাংবাদিকদের ঐক্যের লক্ষ্যে সংগঠনকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত হয়। এ লক্ষ্যে কর্মরত অপরাপর সাংবাদিকদের সঙ্গে আলোচনার জন্য সভায় উপস্থিত সিনিয়র সাংবাদিকদের দায়িত্ব দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সুবীর বসাক, এডভোকেট শেখ মাসুদ ইকবাল, মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, আশরাফুল ইসলাম, মো. ফারুকুজ্জামান, আলী রেজা সুমন, এম. এ আজিজ, এ. এম উবায়েদ, সাজন আহমেদ পাপন, রাকিবুল হাসান রোকেল, এসকে রাসেল, তোফায়েল আহমেদ, মনির হোসেন, তাসলিমা আক্তার মিতু, এনামুল হক হৃদয় প্রমুখ।
সভা সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব সাইফউদ্দীন আহমেদ লেনিন।
উল্লেখ্য, গত ১৭ জুন সাংবাদিকদের অধিকার আদায়ের লক্ষ্যে সম্মিলিত সাংবাদিক সমাজ প্রতিষ্ঠা করা হয়।