ঢাকাTuesday , 11 July 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

ইটনা হাওরে নিখোঁজ হওয়ার একদিন পরও উদ্ধার হয়নি শ্রমিক

প্রতিবেদক
-
July 11, 2023 6:23 pm
Link Copied!

ইটনা (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের ইটনা উপজেলার হাজারিকান্দা হাওরে শ্রমিক নিখোঁজ হওয়ার একদিন পরও উদ্ধার করা যায়নি। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিসের ডুবুরিদল।

নিখোঁজ শ্রমিক মুসলিম উদ্দিন (৫০) সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার ত্রিপুরা গ্রামের মন্নান মিয়ার ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৭টার দিকে ইটনার তৌফিক পল্লীর সামনে হাজারিকান্দা হাওরে ‍পাথরবোঝাই একটি কার্গোজাহাজ আটকে যায়। এ সময় জাহাজটির শ্রমিক মুসলিম হাওরে নেমে জাহাজটি ছাড়িয়ে উপরে উঠার সময় তলিয়ে যান।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী জানান, ঘটনার খবর পেয়ে ডুবুরি লিডার আমিনুর রহমানের নেতৃত্বে তিন সদস্যের ডুবুরিদল ঘটনাস্থলে গিয়ে মঙ্গলবার সকাল ৮টা থেকে উদ্ধারকাজ শুরু করেন। অন্য দুই ডুবুরি হলেন কবীর হোসেন ও বিদ্যাসাগর। তিনি আরও জানান, প্রচণ্ড স্রোতে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। এরপরও চেষ্টা অব্যাহত রয়েছে। কিন্তু মঙ্গলবার বিকাল ৬টা পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি।

আপনার মন্তব্য করুন