নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ জুলাই) সকালে জেলা শহরের গাইটাল পশ্চিমপাড়া এলাকায় এ সভার আয়োজন করে ১৩ নং বিট পুলিশিং কমিটি।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ আল আমিন হোসাইন। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ ও পরিদর্শক (কমিউনিটি পুলিশিং) মোবারক হোসেন।
কিশোরগঞ্জ পৌর এলাকার ১, ২ ও ৩ নং ওয়ার্ডের বিট অফিসার কিশোরগঞ্জ মডেল থানার উপ পরিদর্শক মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর ইসমাইল হোসেন ইদু, জ্যেষ্ঠ সাংবাদিক আশরাফুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ ওমান খান প্রমুখ।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ আল আমিন হোসাইন প্রধান অতিথির বক্তব্যে বলেন, অপরাধ নির্মূলে সামাজিক সম্প্রীতি বড় ভূমিকা রাখে। তাই আমাদের মধ্যে সম্প্রীতি বাড়াতে হবে। সম্প্রীতির মাধ্যমে অপরাধ কমিয়ে আনা সম্ভব। অপরাধীদের সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহ, আত্মহত্যার প্রবণতা, সাইবার ক্রাইম, অনলাইন জুয়া, জাল নোটের বিস্তার, গবাদি পশু চুরি, সম্পত্তি সংক্রান্ত অপরাধ, ব্যাংক / আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা, সড়ক দুর্ঘটনা রোধকল্পে বিট পুলিশিং সভার আয়োজন করা হয়।