ঢাকাSaturday , 5 August 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কটিয়াদীতে আগুনে পুড়ে গেছে চারটি ঘর

প্রতিবেদক
-
August 5, 2023 12:22 am
Link Copied!

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কামারকোণা এলাকায় আগুন লেগে চারটি ঘর পুড়ে গেছে। শুক্রবার (৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে আগুন লাগে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে কামারকোণা গ্রামের সুরুজ মিয়া, বকুল মিয়া, শেকুল মিয়া ও রাজু মিয়ার একটি করে মোট চারটি ঘর পুড়ে গেছে। এরমধ্যে দুটি টিনের ঘর এবং বাকি দুটি সেমি পাকা। আগুনে তিনটি ঘর সম্পূর্ণ এবং একটি আংশিক পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিসূ সূত্র জানিয়েছে।

আগুন লাগার খবর পেয়ে কটিয়াদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট রাত পৌনে ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কটিয়াদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতিকুল আলম জানান, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে আনুমানিক তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

আপনার মন্তব্য করুন