ক্রীড়া প্রতিবেদক: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জয়কা ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে মোটরসাইকেল ও টিভি টুর্নামেন্ট ফুটবলের ফাইনাল খেলা।
শুক্রবার বিকালে অনুষ্ঠিত খেলাটি লাখো দর্শক উপভোগ করেন।
খেলায় কিশোরগঞ্জ মহিউদ্দিন মাখন একাডেমি স্পোর্টিং ক্লাব ১-০ গোলে করিমগঞ্জের নানশ্রী এডভোকেট শওকত কবির খোকন স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। খেলা পরিচালনা কমিটির সভাপতি মো. আবু তাহের ভূঁইয়ার সভাপতিত্বে খেলা উদ্বোধন করেন খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান খোকন।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি সাইফুল ইসলাম সুমন, করিমগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি এডভোকেট শফিউজ্জামান শফি ও এডভোকেট দিলোয়ার হোসেন, কিশোরগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন প্রমুখ।
ফাইনাল খেলায় জয়কা ফুটবল খেলার মাঠ পরিচালনা কমিটির সভাপতি এনায়েত শেখ, সদস্য সচিব ইঞ্জিনিয়ার আকরাম হোসেন ভূঁইয়া, মশিউর রহমান মুকশু, আসাদুজ্জামান সেন্টু মেম্বার, আতাউর রহমান হীরা, জাহাঙ্গীর আলম ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
খেলায় প্রধান পৃষ্ঠপোষক ছিলেন জয়কা ফুটবল খেলার মাঠ পরিচালনা কমিটির সহ সভাপতি বিশিষ্ট সাংবাদিক মো. জাকারিয়া।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে মোটরসাইকেল এবং রানারআপ দলকে টেলিভিশন পুরস্কার দেওয়া হয়।
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে খেলা সম্পন্ন হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান পৃষ্ঠপোষক সাংবাদিক মো. জাকারিয়া।
উল্লেখ্য টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশগ্রহণ করে।