ঢাকাSaturday , 11 September 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

মুকসেদপুরে জমজমাট মিনি ফুটবল টুর্নামেন্ট

প্রতিবেদক
-
September 11, 2021 3:09 am
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক: কিশোরগঞ্জ সদর উপজেলার মুকসেদপুরে অনুষ্ঠিত হয়েছে জমজমাট মিনি ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার বিকালে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে উত্তর মুকসেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।

ফাইনাল খেলায় অংশ নেয় বীর মুক্তিযোদ্ধা মরহুম চান্দ আলী স্মৃতি পরিষদ ও মরহুম মুসলেহ উদ্দিন স্মৃতি সংসদ। খেলার নির্ধারিত সময়ে কোন পক্ষই গোল দিতে পারেনি। অতিরিক্ত সময়েও গোল করতে ব্যর্থ হয় দুপক্ষ। অবশেষে টাইব্রেকারে গড়ায় খেলা। টাইব্রেকারে মরহুম মুসলেহ উদ্দিন স্মৃতি সংসদ ৩-২ গোলে প্রতিপক্ষ বীর মুক্তিযোদ্ধা মরহুম চান্দ আলী স্মৃতি পরিষদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয় মরহুম মুসলেহ উদ্দিন স্মৃতি সংসদের আকাশ।

চ্যাম্পিয়ন দলকে দেওয়া হয় একটি এলইডি টেলিভিশন। আর রানার আপ দলকে দেওয়া হয় একটি সাউন্ড বক্স স্পিকার।

ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতিবাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম শহীদ, সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, প্রভাষক নজরুল ইসলাম, উত্তর মুকসেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আশরাফুল আলম শরীফ ও সমাজ সেবক আসাদুজ্জামান মুকুল।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন কবীর উদ্দিন ফারুকী সোয়েল।

চ্যাম্পিয়ন দলের ব্যবস্থাপক ছিলেন সাংবাদিক এ. জে. এম বাবুল এবং রানার আপ দলের ব্যবস্থাপক ছিলেন বাবুল মিয়া। বিপুল সংখ্যক দর্শক ফাইনাল খেলা উপভোগ করেন।

মাসব্যাপী অনুষ্ঠিত টুর্নামেন্টে মোট ১০টি দল অংশ নেয়। কাটাবাড়িয়া-মুকসেদপুর তরুণ সমাজ এ টুর্নামেন্টের আয়োজন করে।

আপনার মন্তব্য করুন